বগুড়ার আদমদীঘির সান্তাহারে দেড় কেজি গাঁজাসহ রাব্বি মন্ডল (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাব্বি নওগাঁর রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের মৃত আশরাফ মন্ডলের ছেলে। রবিবার সকালে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরর পর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত ৯ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো আবাসিক এলাকায় রাস্তার উপরে বাজার করা কালো রঙের একটি ব্যাগের ভিতরে সাদা রঙের কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় দেড় কেজি গাঁজা মুড়িয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল। এসময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, মাদক কারবারি রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ