সারাদেশে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় কলেজ শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, প্রাথমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও সিনিয়র শিক্ষক প্রবীর কুমার সরকার প্রদীপের উপস্থাপনায় শিক্ষকদের পক্ষে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক এমপি ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নবীন চন্দ্র সরকার, প্রভাষক সমীর চৌধুরী, শিক্ষক প্রবীর সরকার, আনোয়ার হোসেন চিনু, অঞ্জন সরকার বাবন, রাসেল মিয়া, রাজীব হোসেন, পল্টন আচার্য্য, নিশি কান্ত জাম্বিল প্রমুখ।
বক্তারা শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, শিক্ষক হত্যা আর শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সমগ্র জাতি লাঞ্ছিত হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর