বাগেরহাটসহ দেশের ১২টি জেলায় আজ রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন করা করা হয়েছে। দুদকের বাগেরহাটে সমন্বিত জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে সাতক্ষীরা ও বাগেরহাট জেলা দুর্নীতিমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি দমক কমিশনের (দুদক) মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষন) এ কে এম সোহেল।
সকালে বাগেরহাটে দূর্নীতি দমক কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষন) বলেন, আর্থিক উন্নতির সাথে সাথে নৈতিক উন্নতি ঘটাতে হবে। এজন্য সবার আগে আমাদের সৎ মানুষ হতে হবে। সব ধরণের দুর্নীতিকে না বলতে হবে। বাগেরহাটের এই সমন্বিত জেলা কার্যালয় সাতক্ষীরা ও বাগেরহাটে দুর্নীতি দমনে কাজ করবে।
বাগেরহাট শহরের দশানী এরাকায় একটি ভাড়া করা ভবনে দুদকের কার্যালয় উদ্বোধন শেষে দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোরশেদ, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, সাতক্ষিরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আছাদুজ্জামান, বাগেরহাট দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহরিয়ার প্রমুখ।
সভায় বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজের নেতবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ