সাভারের আশুলিয়াতে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলে মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনসহ দেশের অন্যান্য শিক্ষক নিপীড়নের প্রতিবাদে ভালুকার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভালুকার সকল শিক্ষক সংগঠনের ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও এপ্যোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ এ আর শামছুর রহমান লিটন, অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম টিটু, সহকারী অধ্যাপক মো. হাবিবুল্যাহ হায়দার মিলন, প্রভাষক মো. আবুল হাশেম, প্রভাষক মোয়াজ্জেম হোসেন ঢালী মনির, প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রভাষক মো. জাহিদুল ইসলাম সুবিন, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ