মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় পদ্মার ভাঙনরোধে স্থানীয় বাঁধ নির্মাণের দাবি তোলা হয়।
রবিবার দুপুরে 'পদ্মা ভাঙন থামাও, হরিরামপুর বাঁচাও' ফেসবুক গ্রুপের ব্যানারে হরিরামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল