৩ জুলাই, ২০২২ ২১:২৯

নেত্রকোনায় উঁচু এলাকার পানি কমলেও ডুবে আছে নিচু স্থান

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় উঁচু এলাকার পানি কমলেও ডুবে আছে নিচু স্থান

ফাইল ছবি

বন্যায় প্লাবিত হওয়া নেত্রকোনা জেলার দশ উপজেলার ৭৭ টি ইউনিয়নের বেশ কিছু উঁচু এলাকা থেকে পানি নামলেও ডুবে আছে নিচু এলাকাগুলো। যে কারণে গত ১৫ দিনেও ভোগান্তি কমছে না মানুষের। 

২৪৫ টি আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বাড়ি ফিরে আসলেও চলাচল করতে পারছে না এখনো। এসকল মানুষ পানিবন্দী থাকার কারণে খাওয়া দাওয়া চিকিৎসা ভোগান্তির যেন শেষ নেই। খেতে পারছে না সুপেয় পানি। দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। 

সামনে ঈদুল আজহায় স্বচ্ছল পরিবারগুলোও কোরবানি দেয়া নিয়ে শঙ্কিত। চলাফেরাই যেখানে স্বাভাবিক হচ্ছে না সেখানে কি করে কোরবানি দেবেন এই নিয়ে দুঃচিন্তায় ভুক্তভোগিরা। 

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের অফিসিয়াল ফেসবুক সূত্রে দেয়া তথ্যে জানা গেছে ৬৪ টি মেডিকেল টিম সেবা দানে কাজ করছে। 

এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার বিকালে কলমাকান্দা উপজেলার উব্দাখালি নদীর পানি কমলেও বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধনু নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে, কংশ জারিয়া পয়েন্টে ৮০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর