বরগুনার পাথরঘাটায় বাবার অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোসা. সুমাইয়া(১৩) নামে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ উপজেলার কালমেঘা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সুমাইয়া কালমেঘা ইউনিয়নের পশ্চিম গুটাবাছা মো. দুলাল মিয়ার মেয়ে। সে পাথরঘাটা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
সুমাইয়ার বাবা দুলাল মিয়া জানান, প্রতিদিনের মতো রাতে খেয়ে সুমাইয়া ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে দেখা যায় গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পাথরঘাটা থানার উপ পরিদর্শক (এস.আই) মো. শহিদুল হাওলাদার বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম