৫ জুলাই, ২০২২ ২০:০০

জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

জামালপুর প্রতিনিধি

জামালপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আমাদের দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবিত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ না করা গেলে স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃত করে আগামী প্রজন্মকে ভুল শিক্ষা দিবে, তাই ৭১ এর মহান মুক্তিযোদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। মঙ্গলবার দুপুরে জামালপুর শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর অভ্যন্তরে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন সংক্রান্ত বিষয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মির্জা আজম এসব কথা বলেন। 
জামালপুর জেলা পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক ফারুক আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হজ, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফরিক প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর