৫ জুলাই, ২০২২ ২০:০৫

কুমিল্লায় তিন দিনব্যাপী দেশি ফলের মেলা

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় তিন দিনব্যাপী দেশি ফলের মেলা

কুমিল্লায় তিন দিনব্যাপী দেশি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই), খামারবাড়ি, কুমিল্লা এই মেলার আয়োজন করে। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার অফিস চত্বরে মঙ্গলবার ফল মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 

‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এ পতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলা দেশি ফল দিয়ে সাজানো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য,আম,লটকন,জাম্বুরা,জাম,ডেউয়া,কাঁঠাল। ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে মেলা উদ্বোধন করেন। তিনি বলেন, এবারের মেলায় পরিচিত এবং অপরিচিত বিভিন্ন ফল স্থান পেয়েছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত নতুন নতুন ফল মেলার স্টলে সাজানো হয়েছে। এ ফল দেখে দর্শনার্থীরা উৎসাহিত হয়ে যার যার সামর্থ অনুযায়ী নিজেদের বাড়ির আঙ্গিনায় ফলের গাছ রোপন করবেন। মেলার মাধ্যমে কৃষক জনতা সকলে ফল সম্পর্কে অবগত হয়ে বাণিজ্যিক আকারে ফলের বাগান করবেন। এটিই আমাদের ফল মেলা করার উদ্দেশ্য। 

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মেলার অয়োজক ডিএই কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান। এ সময় আরো উপিস্থিত ছিলেন বারি কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ উবায়দুল্লাহ কায়ছার, হর্টিকালচার সেন্টার, কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, ডিএই, কুমিল্লার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সিরাজ উদ্দিন হোসেন, বিনা উপকেন্দ্র, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মোহাম্মদ আশিকুর রহমান, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লার আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মো. মুশিউল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. এহতেসাম রাসুলে হায়দার, ব্রি, কুমিল্লার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মামুনুর রশীদ প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর