৫ জুলাই, ২০২২ ২০:৩৪

বাউবিতে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন কর্মশালা

গাজীপুর প্রতিনিধি:

বাউবিতে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন কর্মশালা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে  হেপাটাইটিস-বি, ফ্লু ও টাইফয়েড প্রতিরোধে সোমবার দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচিসহ ভ্যাক্সিনেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বাউবি’র স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ডা. সবকার মো. নোমানের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মশালায় বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের পরামর্শক এবং শাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. এসএমএ খালেক আরো উপস্থিত ছিলেন। 

বাউবির স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির আয়োজেনে দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারসহ প্রায় শতাধিক সদস্য এ কর্মশালায় অংশ নেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর