বরিশালে কোরবানির পশুর চামড়ার বাজারের বেহাল দশা। কেনা দামও পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা।
রবিবার দুপুর থেকেই চামড়া সংগ্রহে নামেন মৌসুমি ব্যবসায়ীরা। দেড়শ থেকে সর্বোচ্চ ৩শ টাকায় তারা চামড়া কেনেন।
মৌসুমি ব্যবসায়ীরা জানান, দাম কম হওয়ায় এবার বেশিরভাগ চামড়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দান করেছেন কোরবানি দাতারা। কিন্তু সেই চামড়া কিনে আড়তে নিয়ে ভালো দাম পাচ্ছেন না তারা। দূর-দূরান্ত থেকে চামড়া কিনে পরিবহন খরচ এবং শ্রমিক খরচও উঠাতে পারছেন না।
নগরীর পদ্মাবর্তীর আড়তদার মো. মাছুম বলেন, তারা কাউকে চামড়া নিয়ে আসতে বলেননি। যতটুকু সম্ভব দাম দিচ্ছেন মৌসুমি ব্যবসায়ীদের। নিজেরা তারল্য সংকটে রয়েছেন উল্লেখ করে বলেন, ঢাকার মোকাম থেকে বিগত বছরের চামড়ার বকেয়া না পাওয়ায় এবার চামড়া কেনায় আগ্রহ হারিয়েছেন। ঈদের ৩ দিন পর প্রক্রিয়াজাত চামড়া ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল