সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঈদুল আজহা উপলক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে উপজেলার বড়বন্দ গ্রামে চরমোনাইয়ের পীরের পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় সংগঠেনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোয়াজ্জেম হোসেন খান, জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম পলাশীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ