ফরিদপুরের মধুখালী উপজেলায় তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনটি ইউনিয়নেই নৌকার ভরাডুবি হয়েছে। ইউনিয়ন তিনটি হলো- আড়পাড়া, ডুমাইন ও মেগচামী। বিতর্কিতদের মনোনয়ন দেওয়ায় এমনটা হয়েছে বলে দাবি দলের স্থানীয় নেতাকর্মীদের।
আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে উপজেলার তিনটি ইউনিয়নের আড়পাড়াতে স্বতন্ত্র প্রার্থী সাদিককুর রহমান সাজ্জাদ (মোটরসাইকেল প্রতীক) বিজয় লাভ করেন। এ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আরমান হোসেন বাবু পরাজিত হন।
অন্যদিকে, একই উপজেলার ডুমাইন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ আসাদুজ্জামান তপন (আনারস প্রতীক) বিজয়ী লাভ করেন। এ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী খোরশেদ আলম মাসুম পরাজিত হন। এছাড়া একই উপজেলার মেগচামী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাব্বির উদ্দিন শেখ (আনারস প্রতীক) বিজয়ী লাভ করেন। এ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী হাসান আলী খান পরাজিত হন।
উল্লেখ্য, উপজেলার তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩১,০৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ১৬০৮৩ এবং মহিলা ভোটার ১৫২৫৭ জন।
বিডি প্রতিদিন/আরাফাত