কিশোরগঞ্জের হোসেনপুরে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে একই পরিবারের পাঁচজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে দূর্বৃত্তরা। উপজেলার বীর হাজীপুর গ্রামের রতন ফকিরের বাড়িতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রান্নাঘরে থাকা খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যদের ধারণা।
রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে দূর্বৃত্তরা ঘরে থাকা তিনটি মোবাইল ফোনসেটসহ মালামাল লুট করে নিয়ে যায়।
সকালে প্রতিবেশিরা অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তারা হলেন- রতন ফকির (৫৫) ও তার স্ত্রী আম্বিয়া খাতুন (৫০), পুত্রবধূ আছিয়া খাতুন (২৫), রতন ফকিরের ছেলে হবি উল্লাহ (২২) ও মেয়ে হাছনা আক্তার (১৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল শামীম জানান, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এএম