ফরিদপুরের সদরপুরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দুপুরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে উঠা রিকশাভ্যান স্ট্যান্ড অপসারণ করা হয়। এসময় চার ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা এবং একটি খাবার হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র আহসান মাহমুদ রাসেল। এসময় তাকে সহযোগীতা করেন সদরপুর থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান, সদরপুর বাজার, স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানের রাস্তা দখল করে অবৈধভাবে রিকশা-ভ্যান স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এছাড়া রাস্তায় দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। ফলে অবৈধভাবে গড়ে উঠা রিকশা-ভ্যান স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম