পদ্মা সেতুর নাট খুলে টিকটকে ভিডিও আপলোট করা বায়েজিদ তালহার জামিন নামঞ্জুর করেছেন শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে আদালতে শুনানি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এই আদেশ দেন।
বায়েজিদ তালহা পটুয়াখালী সদর উপজেলার তেলিখারী গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে। তিনি গত ২৬ জুন পদ্মা সেতুতে ঘুরতে গিয়ে ল্যাম্পপোস্টের নাট খোলার ভিডিও টিকটকে আপলোড দেন।
বিষয়টি মুহূর্তেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই দিনই পুলিশ তাকে গ্রেফতার করে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধি আইনে মামলা করে।
পরে বায়েজিদকে শরীয়তপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করায় পুলিশ হেফাজতে নিয়ে বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে জামিন না দেওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি মিস ৫১২/২০২২ নং কেস করে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম। বুধবার শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নাকোচ করে দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ