পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র্যালি বের হয়। তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, অ্যাডভোকেট মোস্তফা কামাল।
এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খানম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুবনা আহম্মেদ ডালিয়া, মৃনাল কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, সাংগঠনিক সম্পাদক শুভদ্বীপ শিকদার প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদ্য প্রয়াত সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করা হয়।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে ২৮ পাউন্ডের কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ