সিরাজগঞ্জের কাজিপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী চরে এই ঘটনা ঘটে। মৃতরা হলো মাইজবাড়ি গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্রনুরুজ্জামান (৬৩) এবং একই এলাকার মৃত জিলুর পুত্র মোনসের আলী (৫২)।
মাইজবাড়ী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক পাট গাছ কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন ই মারা যান এবংনুরুজ্জামানের স্ত্রী আনোয়ারা খাতুন আহত হন। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ