আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে ৪২ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে বিএনপি, ছাত্রদলের আদর্শ একজন খুনি। জিয়াউর রহমান ৭৫’এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিলো, সে একটা খুনি, সেই খুনির আবার আদর্শ কী। তার স্ত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে আজ সাজাপ্রাপ্ত। তাদের সন্তান তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলার ষড়যন্ত্রকারী, খুনি, সেই তারেক এখন বিএনপির নেতা। খুনি, দুর্নীতিবাজের আবার কিসের আদর্শ। আজ আমরা গর্ব করে বলতে পারি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করি, লালন করি।
আজ বিকালে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা ৭১’এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই জামায়াত ইসলাম আজ আমাদের রাজনৈতিক বিরোধী দল। সে কারণে ছাত্রলীগের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি নতুন প্রজন্মকে জানাতে পারি, তাহলে আগামী প্রজন্মকে আমাদের দলে ভিড়াতে কোণো পরিশ্রম করতে হবে না, নৌকায় ভোট দেওয়ার জন্য কারো কাছে ভোট চাইতে হবে না, এমনিতেই দেশের মানুষ সস্ফুর্তভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে বার বার নির্বাচিত করবে।
মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল