ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদ সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপি। মঙ্গলবার বিকালে জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পৌর বিএনপির আহবায়ক মতিয়র রহমান যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মোনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তদুল হক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ