ফরিদপুরের ভাঙ্গার ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমির (উচ্চ বিদ্যালয়) নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মিলন বেপারীর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার প্রহলাদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সী, মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া প্রমুখ। সভায় নবনির্বাচিত কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের উপর আলোকপাত করা হয়। এছাড়া বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করার ব্যাপারে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এএ