পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমআর কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন উপজেলার শতাধিক নেতা কর্মী অংশ নেয়। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ জেলা, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন