ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবৃদ্ধ হয়ে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় শহরের হাফরাস্তা মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, সহ-সভাপতি মনির হোসেনসহ নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা