ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন দুলাল হত্যা মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী ১৩ আসামীর উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের নাজিরুল হক তালুকদার, হুমায়ুন, শান্ত, বিল্লাল, মোফাজ্জল, শাহিন, সেলিম, আবুল কাশেম, আনোয়ার, শাহীন ও কামাল। তারা সবাই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
রায়ের বিষয়টি নিশ্চিত কওে রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু জানান, রায়ে দুইজনকে খালাস দেয়া হয়। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১৫ জুন রাতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারাটি গ্রামে আসামীরা তাদের বাড়ির সামনে রিয়াজ উদ্দিন দুলালের পথরোধ করে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১৮ জুন তারাকান্দা থানায় ১৩ জনকে আসামী করে মামলা করেন। পুলিশ ২০১২ সালের ২৯ জানুয়ারী চার্জশীট প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম