রংপুরে মাদক মামলায় জামিল মিয়া নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। জামিল রংপুর নগরীর আলমনগর বাবুপাড়া এলাকার মৃত ওসমান গণির ছেলে। জামিন নিয়ে পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে আসামী জামিল উপস্থিত ছিলো না ।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুলাই র্যাবের অভিযানে ১৬১ বোতল ফেন্সিডিল, ১৬ কেজি গাঁজা ও ২ কেজি ৭শ গ্রাম শুকনা গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় জামিল। এ ঘটনায় র্যাব বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার দীর্ঘ ৮ বছর পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারক একটি ধারায় জামিলের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর একটি ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন পিপি আব্দুল মালেক ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন সুলতান আহমেদ শামীম। বাদীপক্ষে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/এএ