ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয় গত ২৮ জুলাই। এতে নাজমুল হক মন্ডলকে সভাপতি ও তানজির আহমেদ রাজিবকে সাধারণ সম্পাদক করা হয়। আত্মীয়করণের অভিযোগ এনে নব-গঠিত এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতারা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এমন দাবী জানিয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ্ব।
এসময় বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোফাখখার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন মিনার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক সুমন তাজসহ প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে মামলার আসামিকে সভাপতি এবং এক কেন্দ্রীয় নেতার ভগ্নিপতিকে সাধারণ সম্পাদক করার মাধ্যমে অযোগ্য, অচেনা এবং আত্মীয়করণের কমিটি করা হয়েছে। এ পকেট কমিটির মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য অচিরেই এ কমিটি বাতিল করে যারা শ্রম-ঘাম দিয়ে রাজনীতি করেছে তাদের মূল্যায়ন করতে হবে। না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন