উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বেনাপোল পৌর বিএনপির নেতা নির্বাচনের ভোট। আজ সকাল ৮টা থেকে বিকাল অবধি ভোটার আর উৎসুক দর্শকদের আনাগোনায় মুখরিত হয় সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রাম। ৬শ ৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন তাদের মনোনীত সভাপতি ও সাধারন সম্পাদক।
নির্বাচন প্রত্যক্ষ করতে যশোর থেকে দলবল নিয়ে ছুটে আসেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা থেকে ছুটে আসেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি৷ যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড সাবেরুল হক সাবু, আহবায়ক কমিটির সদস্য মারিফুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন, সদর বিএনপির সেক্রেটারি মনির সিদ্দিকী বাচ্চুসহ যুবদল এবং ছাত্রদল নেতৃবৃন্দ।
নির্বাচনে মাসুদুর রহমান মিলন এবং নাজিমউদ্দীন সভাপতি পদে এবং আবু তাহের ভারত ও শাহাবুদ্দিন হোসেন সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এএ