৮ আগস্ট, ২০২২ ১০:০৯

পরিমাপে কারচুপি: ২ পেট্রোল পাম্পকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

পরিমাপে কারচুপি: ২ পেট্রোল পাম্পকে জরিমানা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে হবিগঞ্জের বাহুবলে দুই পেট্রোল পাম্প থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে এই কারচুপির বিষয়টি বেরিয়ে আসে।

জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার দুইটি পেট্রোল পাম্প ৫ লিটার অকটেনে ক্রেতার কাছ থেকে ২৬ টাকা হাতিয়ে নিচ্ছিল। এই অপরাধে দুই পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

দেবানন্দ সিনহা জানান, বাহুবলের চেরাগ আলী পেট্রোল পাম্প ও একই উপজেলার মিরপুরে নিরাপদ পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় দুটি প্রতিষ্ঠান পরিমাপে কম অকটেন দিচ্ছিল। প্রতি ৫ লিটারে ক্রেতার কাছ থেকে ২৬ টাকা হাতিয়ে নিচ্ছিল এই দুইটি প্রতিষ্ঠান। এজন্য চেরাগ আলী পেট্রোল পাম্পকে ২০ হাজার ও নিরাপদ পেট্রোল পাম্পকে ৩০ হাজার জরিমানা করা হয়েছে। 

তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে এরকম কারচুপি করা না হয়, সেজন্য তাদেরকে সাবধান করে দেয়া হয়। অভিযান পরিচালনার সময় র‌্যাব-৯ এর একটি টিম সঙ্গে ছিল।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর