১১ আগস্ট, ২০২২ ১৯:৫২

বাগেরহাটে মৃদু ভূমিকম্প

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মৃদু ভূমিকম্প

বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়। জেলার ৯টি উপজেলায়ও এ ভূকম্পন অনুভূত হয়। তবে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি ৩ সেকেন্ড স্থায়ী ছিল। 

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, মোংলাসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়। তবে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা কত ছিল, তা ঢাকা থেকে তথ্য সংগ্রহের পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর