১৩ আগস্ট, ২০২২ ১৬:৩৭

বগুড়ায় শোক দিবস উপলক্ষে পুলিশের উদ্যোগে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শোক দিবস উপলক্ষে পুলিশের উদ্যোগে নানা আয়োজন

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে স্কুল-কলেজের ৪ দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে নানা প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। প্রতিযেগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতার আদর্শকে মনে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান তিনি। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশীদ, সহকারি পুলিশ সুপার নিয়াজ মেহেদী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন, গ্রন্থ পাঠ, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান,  শিশু শিক্ষার্থীরা জাতির পিতাকে দেখেনি। তারা ১৫ আগষ্টে জাতির পিতার হত্যাকাণ্ডের কথা শুনেছে। সেই শোনা কথার উপর ভিত্তি করে তারা যে ছবি এঁকেছে তার বর্ণনা দেয়া সম্ভব না। শিশুরা জাতির পিতাকে ঠিকঠাক আঁকিয়েছেন। 

বগুড়ায় পুলিশের এই আয়োজনে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।  কুইজ প্রতিযোগিতায় ৮৬৪ জন ও  চিত্রাংকন প্রতিযোগীতায় ২০৮ জন অংশ নিয়েছে। এছাড়া রচনা প্রতিযোগতায় ৪ সহস্রাধিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ১৫ আগষ্ট প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর