১৮ আগস্ট, ২০২২ ১৪:০৬

গোপালগঞ্জে সৌর সড়ক বাতির উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সৌর সড়ক বাতির উদ্বোধন

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে গোপালগঞ্জ সদর, কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের ঘোষেরচর উত্তরপাড়ায় এ সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) অর্থায়নে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) বাস্তবায়ন করবে। সরবরাহকারী সংস্থা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. বাংলাদেশ নৌবাহিনী। এ প্রকল্পে গোপালগঞ্জ সদরে ৫৮টি, কোটালিপাড়ায় ৫৩টি ও টুঙ্গিপাড়ায় ৩৯টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন করা হবে।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জিএম সাহবুদ্দিন আজম। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জুয়েল, থানা আওয়ামী লীগের সদস্য তানবিরুল ইসলাম তান্না, ঠিকাদারি প্রতিষ্ঠান বিআর ট্রেডিং এর স্বত্বাধিকারী বুলবুল আহমেদ, নৌ-বাহিনীর প্রতিনিধি সাব্বির আহম্মেদ, ওবায়েদুল শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর