১৯ আগস্ট, ২০২২ ০২:০৩

ধোবাউড়ায় সহকারী শিক্ষককে মারধরের বিচার দাবি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ধোবাউড়ায় সহকারী শিক্ষককে মারধরের বিচার দাবি

হালুয়াঘাটে সহকারী শিক্ষককে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) শান্ত কুমার সাহাকে মারধরের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুলসহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় পোড়াকান্দুলীয়া সর্বস্তরের জনগণ’র ব্যানারে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরাকান্দুলীয়া বাজারে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, পোড়াকান্দুলীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিমা রানী সাহা ও পোড়াকান্দুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শংকর কুমার সাহা প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক শান্ত কুমার সাহা বলেন, গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চলাকালীন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুলের নেতৃত্বে বিদ্যালয়ের আরও পাঁচজন সহকারী শিক্ষক হত্যার উদ্দেশ্যে বিদ্যালয়ের একটি কক্ষে তার উপর হামলা চালায়। এ সময় অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ঘটনার সুষ্ঠু বিচারের আশায় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম আজম বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একজন কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মারধরের বিষয়টি অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল বলেন, জাল সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে তাকে ধমক দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর