১৯ আগস্ট, ২০২২ ১৬:১১

বাগেরহাটে জন্মাষ্টমী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জন্মাষ্টমী উদযাপন

বাগেরহাটে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, নাম কীর্ত্তণ ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথী শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে হিন্দু ধর্মালম্বীদের বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করে। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাগেরহাট শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুরু সেবানন্দ।

পরে বাগেরহাট শহরের শালতলায় শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গনে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জি প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর