জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ভবানীপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জামিল হাসান দুর্জয়।
ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মো: এমদাদুল হকের সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবলীগের সদস্য মো: ফিরোজ মিয়া, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার গোলাপ মিয়া, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন, আজহারুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহীন আলম মৃধা, আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিন প্রমুখ। গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম