নিবন্ধন না থাকায় ময়মনসিংহে অভিযান চালিয়ে ১১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার বিকালে বিভাগীয় স্বাস্থ্য অফিস ও সিভিল সার্জন যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সিলগালা করে। এছাড়াও ১৩টি হাসপাতাল ও ক্লিনিককে সতর্ক করে দেওয়া হয়।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই অভিযানে উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ২৪টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। অভিযানে নিবন্ধন না থাকায় ১১ প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম