বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার রোগমুক্তি কামনায় জয়পুরহাট দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মোনজুরে মওলা পলাশ, রেজভী আহমেদ, সরোয়ার রওশন সুমন, সদস্য আতিকুর রহমান সোহাগ, শহিদুল আকরাম সোহেল, ফজল আকাশ, আবু বক্কর সিদ্দিক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ