নরসিংদীর মনোহরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ ২২৩ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির ৭৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহিরুল আলম।
মামলার আসামীরা হলো, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, সারোয়ার হোসেন কানন, সরদার মাহমুদুল হাসান ফোটন, এ্যাড. হান্নান, মুশফিকুর রহমান, মনির, সরদার শাহজাহান, ছোটন, সরদার মামুন, সাখাওয়াত হোসেন বকুলসহ প্রমুখ।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জহিরুল আলম বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় আমাদের পুলিশ সদস্যরা আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও ৪টি অবিস্ফোরিত কককেল উদ্ধার করা হয়। তাই মামলার এজাহারে বেআইনিভাবে দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডি প্রতিদিন/এএ