বগুড়ায় খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস চাল বিক্রি শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে। চালের বাজারের দাম উর্ধ্বমুখি হওয়ায় সাধারণ মানুষের জন্য খোলা বাজারে ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি চাল বিক্রি করা হবে। চাল বিক্রির জন্য বগুড়ায় সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
বগুড়া জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, সারাদেশে ওএমএসের কেন্দ্র হবে ২ হাজার ৩৬৩টি। এরমধ্যে পুরো বগুড়া জেলায় কেন্দ্র সংখ্যা হবে ৫২টি। ৫২ জন ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি হবে। জেলা সদরে ১৩ জন ডিলার ১৩টি স্পটে ও বাকি ৩৭ জন ডিলার জেলার বিভিন্ন পৌরসভা এলাকায় ওএমএস এর চাল বিক্রি করবে। শুক্রবার ও শনিবার বাদ দিয়ে প্রতিজন ডিলার প্রতিদিন ২ টন করে চাল বিক্রি করবে। একজন ব্যক্তি একবার করে সর্বোচ্চ ৫ কেজি চাল নিতে পারবে। ক শ্রেণীর পৌরসভা বগুড়া, নন্দীগ্রাম, সান্তাহার, দুপচাঁচিয়া, শেরপুরে ৪ জন করে ১৬ জন ডিলার, খ ও গ শ্রেণীর পৌরসভা গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, তালোড়া, শিবগঞ্জ ৩জন করে ১৮ জন ডিলার চাল বিক্রি করবে। জেলার শাজাহানপু উপজেলায় পৌরসভা না থাকায় সেখানে দুজন ডিলার চাল বিক্রি করবেন। তবে ৫ কেজি করে চাল দিলে জেলায় মোট ২০ হাজার ৮০০ জন চাল কিনতে পারবেন। টিসিবির কার্ডধারীরাও এই চাল কিনতে পারবে।
বগুড়া জেলা খাদ্য কর্মকর্তা আশ্রাফুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় আনুষ্ঠানিকভাবে ওএসএম এর চাল বিক্রির উদ্বোধন করা হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই চাল বিক্রি করা হবে। যে কেউ এই চাল ৫ কেজির বেশি নিতে পারবে না। কোথাও কোন অনিয়ম যেন না হয় সে সব দেখভাল করবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। ওএমএস এর মাধ্যমে যে চাল বিক্রি করা হবে তা সরকারের গুদামের আমন চাল। উন্নতমানের এই চাল ওএসএম এর মাধ্যমে বিক্রি করা হবে। তিনি বলেন, ওএসএম এর মাধ্যমে চাল বিক্রি শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে। চাল বিক্রির জন্য বগুড়ায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম