মাদারীপুরে খোলা বাজারে ন্যায্য মূল্যে ওএমএসের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে শহরের থানতলীতে জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, জেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেনসহ অন্যরা।
জেলার চল্লিশটি পয়েন্টে ৬৪০০ পরিবারকে প্রতিদিন পাঁচ কেজি করে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম