৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের করে জেলা বিএনপি। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি শোডাউনে রূপ নেয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি নিয়ে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত যান নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
এর আগে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ করে জেলা বিএনপি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, শেরেনূর আলী, আবুল কালাম, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম