'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ভুর্তকি মূল্যে খোলা বাজারে ওএমএস কর্মসূচির চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। আজ সকালে ভোলা সদর উপজেলার কালিখোলা এলাকায় খাদ্য বিভাগের বাস্তবায়নে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি করে আটা বিক্রির উদ্ধোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দিপ কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য মন্ত্রণালেয়র সিনিয়র সহকারী সচিব শাহ মো. সজীব, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন আল ফারুক, সহকারী কমিশনার ভূমি মো. আলী সুজাসহ খাদ্য অধিদপ্তরে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম