ফরিদপুরে জমিতে ধান রোপণে যাওয়ার পথে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে আহত কৃষক মো. আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কয়েকজন বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে বুধবার রাতে একটি মামলা রুজু করা হয়েছে থানায়। তিনি জানান, বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
নিহতের ভাগ্নে ওবায়দুর রহমান মৃধা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে জমিতে ধান রোপণ করতে যাওয়ার পথে প্রতিপক্ষ হারুন, জাহিদ, শাহিদ, রেকুসহ তাদের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছয় সাতজনকে কুপিয়ে গুরুতর জখম করে। ফরিদপুর থেকে গুরুতর আহত মো. আলীকে ঢাকায় নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। আহতদের বেশীর ভাগেরই মাথায় কোপানো হয়েছে।
আহতদের মধ্যে বর্তমানে আব্দুস সালাম (৭০), আনোয়ার হোসেন (৫০), ওহাব শেখ (৬৫), সাখাওয়াত (৪০) ও মঞ্জু (২৮) নামে পাঁচজন ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সালাম ও আনোয়ারের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ ব্যাপারে আহত ওহাব শেখের ছেলে আক্কাস শেখ বাদী হয়ে ১৪ জন আসামির নাম উল্লেখ করে বুধবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম