বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ইট পাটকেল ও টিয়ারশেল নিক্ষেপে পুলিশসহ মোট ১৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক দেখিয়েছে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মাঝেই ছোট বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মেইন সড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর শহরের জেলা বিএনপির কার্যালয়ে প্রথমে আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যেই শত শত নেতাকর্মী সড়কে অবরোধ করে মিছিল শুরু করে। এতে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ফুটপাতে বসা বিভিন্ন ফল এবং শস্যের দোকান থেকে নেতাকর্মীরা পুলিশের দিকে পেঁপে, আপেল ছুড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাথে সাথে পুলিশ ও টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে।
এসময় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েলসহ সাত পুলিশ আহত হয় বলে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ নিশ্চিত করেছেন।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী জানান, তাদের শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ হামলা চালিয়ে ৯ জনকে আহত করে। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। আহত ৫ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ ৫ জনকেই ধরে নিয়ে যায়।
তবে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালেও সড়কের মাঝখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর সময় বিএনপির কেন্দ্রীয় নেত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহিন টিয়ারসেলে আহত হন বলে অভিযোগ করেন। তিনি কানে শুনছেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অনেকে আহত হয়েছে। আমাকে গুলি করে ফেলে দিবে বলে হুমকি দিয়েছে পুলিশ। আমাদের নেতাকর্মীদের বেধড়ক পিটিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই’।
মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ‘১২ জনকে আটক করা হয়েছে। পুলিশকে আহত করার ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।
এদিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল জানান, ‘তাদের প্রোগ্রামে কেউ বাধা দেয়নি। তারা কার্যালয় থেকে হঠাৎ বেরিয়ে রাস্তা অবরোধ করে ফেলে। রাস্তা অবরোধে তাদেরকে বাধা দেওয়া হয়, তারা বিনা উসকানিতে সড়ক অবরোধ করে ফেলে। এ নিয়ে অল্পক্ষণের জন্য অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়’।
বিডি প্রতিদিন/ফারজানা