ভোলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আসিফ আলতাফসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এসময় বক্তারা বলেন, ভোলায় আমাদের দুই ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। এখনও তার কোন বিচার হয়নি। তাই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন করা হবে। আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ