যশোরের শার্শা থানা পুলিশ বিদেশি মদসহ ৩ জন ভারতীয়কে আটক করেছে। আজ বৃহস্পতিবার সকালে শার্শার কামার বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকেরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), পূজা শাওন (২৪) ও অর্চনা বিশ্বাস (৫১)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানায় কর্মরত এসআই সুমন সরকার সঙ্গীয় ফোর্সসহ কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি করার সময়ে ১টি ইজিবাইকে থাকা সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করেন। এ সময় তাদের ব্যাগে ২০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর