কুষ্টিয়ায় খাদ্য অধিদপ্তরের আওতায় জেলা শহর ও উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রমের ৩০ টাকা কেজি দরে মাথা পিছু ৫ কেজি করে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া ডিলার পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মো: ফিরোজ আল মাহমুদ ও কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর মো: সোহেল রানা আশা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, কুষ্টিয়া জেলায় ২৫ জন ডিলারের মাধ্যমে ওএমএসের ৫ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে জেলার প্রায় ৯০ হাজার টিসিবির ভোক্তারা মাসে দুইবার ৩০ টাকা কেজি দরে ৫ কজি করে ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে ৪২৯৯৭ জন ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল ক্রয়ের সুযোগ পাবেন। সব মিলিয়ে জেলার ২ লাখ ২৭ হাজার মানুষ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত তিন মাস এই সুযোগ পাবেন।
বিডি প্রতিদিন/এএ