ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএস এবং টিসিবির কার্যক্রমের আওতায় খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। বৃৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা (সিও অফিসের সামনে) প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল রেজা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সজীব কাউছার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, ডিলার আলী মিয়া প্রমুখ।
অন্যদিকে টিসিবি’র কার্ডধারীরাও ৫ কেজি করে মাসে দুইবার ১০ কেজি চাল কিনতে পারবেন। তিনি বলেন, টিসিবির মতো ওএমএস’র গ্রাহকদেরকেও কার্ড প্রদান করা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫২জন ডিলার রয়েছেন। তারা প্রত্যেকে প্রতিদিন ২ মেট্টিক টন করে চাল উত্তোলন করতে পারবেন। সে হিসেবে প্রতিদিন ১০৪ মেট্টিক চাল উত্তোলন করতে পারবেন। প্রতিদিন একজন লোক ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন। জেলায় মোট ১২ হাজার পরিবারের মাঝে প্রতিদিন এই চাল বিক্রি করা হবে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম সাধারণ মানুষের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এএম