বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে গণমিছিল ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে গণমিছিল বের করে জামালপুর জেলা বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্টেশন রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করে বিএনপি।
জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল, লোকমান আহমেদ লোটন, রুহুল আমিন মিলন, সজিব খান, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম