দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদ রাখা এবং বেশি দামে সার বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
এসময় বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ও ক্যাবের সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি পুলিশ লাইনস দিনাজপুরের একটি টিমও সহযোগিতা করে।
বৃহস্পতিবার দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক জানান, সারের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং তা সরবরাহের ব্যবস্থা স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত সারের বস্তা গোডাউনে সিল করে রাখা হয়েছে। সারের বস্তা স্থানীয় কৃষি অফিস এলাকার জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে বিতরণের ব্যবস্থা করবে।
বিডি প্রতিদিন/ফারজানা