জয়পুরহাট চিনিকলের ২০২২-২৩ মৌসুমের আখ রোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রাঘবপুর গ্রামের কৃষক বাবলুর রহমানের জমিতে আখ রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এর আগে রাঘবপুর ইক্ষু কেন্দ্রে মাঠে উদ্বোধনী সভায় জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) পরিচালক কৃষিবিদ আশরাফ আলী।
এসময় আরও মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকলের ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ) সেলিম মিয়া, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল প্রমুখ।
চিনিকল সূত্র জানায়, চলতি মৌসুমে ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) পরিচালক কৃষিবিদ আশরাফ আলী বলেন, সরকার চিনিশিল্পকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জয়পুরহাট চিনিকল একটি জাতীয় সম্পদ। এ চিনিকলকে রক্ষা করতে বেশি করে আখ রোপণ করতে হবে। সার ও প্রয়োজনীয় উপকরণ শিগগিরই আখ চাষিদের মধ্যে সরবরাহ করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা